Header Ads

Header ADS

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়ে কিভাবে টাকা উপার্জন করা যায়?


 ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়ে কিভাবে টাকা উপার্জন করা যায়?



>ওয়ার্ডপ্রেস শিখে আয় করার উপায়

আপনি যদি একবার ভালভাবে ওয়ার্ডপ্রেস শিখে নিজেকে ওয়ার্ডপ্রেস এক্সস্পার্ট হিসাবে তৈরী করতে পারেন তাহলে খুব সহজে আপনি এই ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেকে সফল হিসাবে দাঁড় করাতে পারবেন। তবে যারা নতুন নতুন ওয়ার্ডপ্রেস নিয়ে পড়াশুনা করছেন, কিংবা এটি ব্যবহার করে অনলাইনে ইনকাম করার কথা ভাবছেন তাদের জন্যে কিছু বিষয় জেনে রাখা উচিৎ। আসলে যারা ওয়ার্ডপ্রেস বিগিনার তাদের জন্যেই নিচের অংশটুকু বেশি জরুরী।

কারণ নতুনরা অল্পতেই হতাশ হয়ে যায়। আর তাদের হতাশা নির্মূল করতেই নিচে ওয়ার্ডপ্রেস শিখে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন দেখে নেয়া যাক।



 বিজ্ঞাপন থেকে আয়ঃ আপনার ওয়েবসাইটে যদি বেশ ভাল ট্রাফিক (ট্রাফিক হচ্ছে ভিজিটর বা মানুষ যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে) থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটে অন্যান্য কোম্পানীর বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে সেখান থেকে আয় করতে পারেন।

যেমন- আমরা প্রায় সময়ই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বিভিন্ন পন্যের বিজ্ঞাপন দেখে থাকি। এই জাতীয় বিজ্ঞাপন গুলো ওয়েবসাইটে প্রদর্শন করানোর মাধ্যমে আপনি আয় করতে পারেন। আপনার ওয়েবসাইটে যে কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন করাবেন সেই কোম্পানী আপনাকে একটি নির্দিষ্ট মূল্য পে করবে তাদের বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে প্রদর্শন করানোর জন্য।



নিজের কোন পন্য বিক্রি করে আয়ঃ
 আপনার ওয়েবসাইট যদি জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রতিদিন বেশ ভাল ট্রাফিক থাকে তাহলে আপনি আপনার নিজের তৈরি করা কোন পন্যের বিজ্ঞাপন সেখানে দিতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার পন্যের জন্য বেশ ভাল সেল পেতে পারেন। তবে এটা শুধুমাত্র, যদি আপনার তৈরি করা কোন প্রোডাক্ট থাকে তাহলেই সম্ভব। আপনার যদি বিক্রি করার মত কোন পণ্য না থাকে তাহলে এই ক্ষেত্রে সম্ভব নয়।



অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়ঃ অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অনেকটা সেলসম্যান এর মত। এখানে, আপনাকে বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রি করে দিতে হবে এবং প্রতিবার যখন আপনি অন্য কোম্পানির কোন পণ্য আপনার নিজের মাধ্যমে বিক্রি করতে পারবেন তখন আপনাকে সেই বিক্রয়কৃত অর্থ থেকে কমিশন দেয়া হবে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এই জাতীয় মার্কেটিং করতে পারেন। নিজের সাইট বা ব্লগ করে আমাদের দেশে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। কাজেই আপনিও এই জাতীয় কাজ করে আয় করতে পারেন।



ইমেইল কালেকশনঃ
 আমরা সবাই মোটামুটি কম বেশি নেট থেকে বই, গান, ভিডিও ইত্যাদি ডাউনলোড করে থাকি। তবে, মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইট থেকে বই বা মুভি ডাউনলোড করতে গেলে আমরা দেখে থাকি আমাদের ইমেইল অ্যাড্রেস দিতে বলে। আমরা ইমেইল অ্যাড্রেস দিলে তারপর আমাদেরকে সেটা ডাউনলোড করতে দেয়। কিন্তু কেন এমনটা হয়, কেন ইমেইল এর ঠিকানা চায় ওই ডাউনলোড সাইট গুলো? এটা হচ্ছে এই জন্য যে, আপনি গান ডাউনলোড করার সময় আপনার যে ইমেইল এড্রেসটি দিবেন সেটি ওই ওয়েবসাইট কর্তৃপক্ষ সংরক্ষন করে রাখবে। এই ভাবে যতজন ওই গানটি ডাউনলোড করতে তত জনের ইমেইল অ্যাড্রেস তার কাছে থাকবে।

এই ভাবে ধরলাম, ১০০০ জনের ইমেইল ওই ওয়েবসাইটের মালিকের কাছে জমা হল। এবার তিনি ওই ১০০০ ইমেইল অ্যাড্রেস বিভিন্ন ইমেইল মার্কেটারদের কাছে বিক্রি করতে পারবেন। কারন, অধিকাংশ ইমেইল মার্কেটিং এর জন্য অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস এর তালিকা প্রয়োজন পরে। এই জন্য বিভিন্ন ইমেইল মার্কেটাররা ইমেইল অ্যাড্রেস কিনে নেয় নিজেদের মার্কেটিং করার জন্য। আর আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং আপনি এইভাবে ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করতে পারেন, তাহলে আপনিও এই ইমেইল অ্যাড্রেস গুলো বিক্রি করে আয় করতে পারেন।



ব্লগিং করে

ব্লগিং করে অনলাইনে ইনকাম করাটা এখন অনেকটাই কমন হয়ে গেছে। বাংলাদেশের অনেক তরুণ তরুণীই এখন ওয়ার্ডপ্রেস শিখে নিজেদের ব্লগে আর্টিকেল লিখে পাবলিশ করে ভিজিটর জেনারেশনের মাধ্যমে আয় করছে।

আপনিও ঠিক এই কাজটিই করতে পারেন। এর জন্যে আপনাকে আহামরি কোন কিছু করতে হবে না। একটি ডোমেইন এবং হোস্টিং কিনবনে, তারপর নিজের ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডিজাইন করে, সেখানে ট্রেন্ডি টপিক খুঁজে খুঁজে সেই সব টপিকে আর্টিকেল লিখে আয় করতে পারবেন।

আর এর জন্যে আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। আপনাকে শুধু লিখতে জানতে হবে, সেটা ইংরেজি কিংবা বাংলায় কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে।

আপনি চাইলে বাংলায় কন্টেন্ট লিখেই হাজার হাজার টাকা আয় করতে পারেন। কারণ বাংলাদেশের শত শত মানুষ এখন এই কাজটি করছেন, এবং নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছেন।




 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভলপমেন্ট সার্ভিস সেল করে

আজকের দিনে মানুষ সব সময়ই কম খরচে ভাল জিনিসটি তাদের চাহিদামত পেতে চায়। ছোট ছোট ব্যবসায়ীদের কাছে খুব বেশি ফাইনান্সিয়াল ফ্যাসিলিটি থাকে না তাই তারা স্বল্প খরচে তাদের ওয়েবসাইট বানানোর জন্যে ডেভেলপার খুঁজে থাকেন।

আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবডেভেলপমেন্ট শিখে, এইসব ছোট ব্যবসার মালিকদেরকে টার্গেট করে মার্কেটিং করতে পারেন এবং তাদের কাছে আপনার সার্ভিস তুলে ধরতে পারেন। তারা যদি আপনার প্রেজেন্টেশন পছন্দ করে তাহলে অবশ্যই আপনাকে দিয়ে তাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করাবে।

মনে রাখবেন, কাজের ক্ষেত্রে কখনই অসততার আশ্রয় নিবেন না কারণ আজকাল অনেক অনেক মানুষ ওয়ার্ডপ্রেস শিখে সার্ভিস দিচ্ছে। আপনি যদি মার্কেটে একবার আপনার রেপুটেশন নষ্ট করে ফেলেন, তাহলে সেটা আবার পুনরায় অর্জন করতে অনেক কষ্ট হবে।




 প্লাগিন ডেভলপমেন্ট করে

প্লাগইন ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভলপারদের অন্যতম একটি কাজের জায়গা যেখানে আপনি নিজের দক্ষতা ফুটিয়ে তোলে। আমরা আগেই বলেছি প্লাগইন দিয়ে আপনি কি কি করতে পারবেন বা ওয়ার্ডপ্রেসে প্লাগইন আসলে কেন প্রয়োজন হয়।

ডেভলপাররা ওয়েবসাইটকে অনেক বেশি সুন্দর, নান্দনিক, আর ইন্টারেকটিভ করে তোলার জন্যে বিভিন্ন ফাংশনালিটি এড করে দেয় এইসব প্লাগইনের মাধ্যমে। আর তারা কিছু কিছু ফিচার রাখে তাদের প্রিমিয়াম প্যাকেজের জন্যে, যেটারে জন্যে তারা ব্যবহারকারীদেরকে চার্জ করে থাকে।

আপনি যদি ভাল ডেভলপার হন, আর কোডিং করে কার্যকরী, ইন্টারেস্টিং কিংবা ওয়েবসাইট মালিকদের আসলেই দরকার এমন প্লাগইন বানাতে পারেন, তাহলে সেগুলো বিক্রি, মেইন্টেনেন্স সার্ভিস প্রদান করে অনেক ক্লায়েন্ট পেতে পারেন। আর এভাবে আপনি প্রতিমাসে ভাল পরিমাণের টাকা আয় করতে পারেন।

এছাড়াও বর্তমান এই ইন্ডাস্ট্রি এতটাই গ্রোইং যে, শুধু মাত্র প্লাগইন ডেভেলপমেন্ট অনেক অনেক কোম্পানী চলছে। আপনি যদি চান, তাহলে আপনি নিজেই কয়েকটা ভাল ভাল প্লাগইন বানিয়ে আপনার নিজের একটি স্টার্টআপ শুরু করতে পারেন।

আর আপনি যদি টিম বানিয়ে নিতে পারেন ভাল কয়েকজন প্লাগইন ডেভলপারকে সাথে নিয়ে, আপনি খুব সহজেই এই ইন্ডাস্ট্রিতে একটি ভাল পজিশনে চলে আসতে পারবেন। আপনাকে শুধু ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। কারণ এই ইন্ডাস্ট্রিতে দুএক দিনে কেউই সফল হতে পারে না।

পরিশ্রম, ধৈর্য্য আর সঠিক সুযোগের জন্যে অপেক্ষা করে নিজেকে সঠিক সময়ের জন্যে তৈরি করতে থাকতে হয়। নিজেকে নতুন নতুন সিস্টেম, নতুন নতুন টেকনোলজির সাথে আপডেটেড রাখতে হয়। আর এভাবে আপনি পরিশ্রম করার মাধ্যমেই ওয়ার্ডপ্রেস শিখে ভাল পরিমানের টাকা ইনকাম করতে পারবেন।




 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেইন্টেনেন্স সার্ভিস সেল করে

ওয়ার্ডপ্রেস সাইট মেইন্টেনেন্স বর্তমান সময়ের একটি পপুলার সার্ভিস যেটি অধিকাংশ বিজনেস কিনে থাকেন। আসলে বিজনেসগুলো তাদের নিজেদের ব্যবসায়িক কাজে কর্মে অনেক ব্যস্ত থাকেন, ফলে তারা ওয়েবসাইটে খুব একটা সময় দিতে পারেন না।

আপনি যদি তাদেরকে ওয়েবসাইটের গুরুত্ব বোঝাতে পারেন, তাহলে খুব ভাল ভাবেই তাদের কাছে ওয়েবসাইট ম্যনেজমেন্ট এবং মেইনটেনেন্স সার্ভিস দেয়ার মাধ্যমে একটি ভাল পরিমাণের টাকা আয় করতে পারেন।

ওয়েবসাইটের মেইন্টেনেন্সের মধ্যে, টেকনিক্যাল প্রব্লেম খুঁজে বের করা ও সমাধান করা, স্পিড অপটিমাইজেশন করা, প্লাগইন এবং থিম আপডেটেড রাখা। থিমের কিংবা প্লাগইনের সেটিংস ঠিক রাখা। এছাড়াও বিভিন্ন জিনিস আছে যেগুলো প্রতিনিয়ত নজরে রাখতে হয়, তা না হলে যেকোন সময় ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে।

এই সকল ডিফিকাল্টিস, টেকনিক্যাল ইস্যুগুলো আপনার ক্লায়েন্টকে বুঝানোর মাধ্যমে তাদেরকে ওয়েবসাইট মেইন্টেনেন্সের গুরুত্ব বুঝাতে হবে। ফলে তারা তাদের নিজেদের স্বার্থেই তাদের ওয়েবসাইট মেইন্টেনেন্সের দায়িত্ব আপনাকে দিয়ে দিবে।

আপনি সততার সাথে তাদেরকে ওয়েবসাইটের মেইন্টেনেন্স সার্ভিস দেয়ার মাধ্যমে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবেন। এরকম অনেক কোম্পানি আছে যারা শুধু মাত্র ওয়েবসাইট মেইন্টেনেন্স সার্ভিস দিচ্ছে বছরের পরে বছর। আপনিও সেইম পদ্ধতিতে কাজ করে নিজের ক্যারিয়ার গড়তে পারেন।

Please Subscribe Our( #nrtechandtechnology )Channel and always stay with us for new upcoming interesting and awesome Videos. Like, Follow & Subscribe !!!

 Instagram▶https://www.instagram.com/nr.niceali/ Facebook

 Facebook Page▶https://www.facebook.com/nrtechandtechnology/ 

Tiktok▶ https://www.tiktok.com/@nice.ali1?lang=e

 Pinterest▶ https://www.pinterest.com/shophub4546/n 

Linkdin▶ https://www.linkedin.com/in/ohidur-rahman-b52072284/ 

MY Youtube Channel Link ▶ https://www.youtube.com/@nrtechandtechnology1

 💜 Helpful ? Do Subscribe ( #nrtechandtechnology ) 

👉For business inquiries: nrnicenrnice@gmail.com 

                                     

No comments

Popular Posts

Powered by Blogger.